মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান বন্ধে মৌলভীবাজার মডেল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের বাগারাই এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ জিলখাছ মিয়া ও জামাল মিয়া নামে দুজনকে গ্রেফতার করা হয়। এই তথ্যটি থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতারকৃত জিলখাছ মিয়া সদর উপজেলার বাগারাই গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে এবং জামাল মিয়া একই ইউনিয়নের আইনপুর গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ২৪ (ক) ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।