কুমিল্লায় কোরআন শরীফ অবমাননায় উলামা পরিষদের প্রতিবাদ মিছিল শুক্রবার

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ অক্টো ২০২১ ১২:১০

সুরমাভিউ:-  কুমিল্লা শহরের নানুয়ার দিঘীড়পাড় পূজা মণ্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে কুরআন অবমাননা করার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুম্মা সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, যারা এ ধরনের অপরাধ করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এছাড়াও তিনি কোরআন শরীফ অবমাননা করায় শান্তি প্রিয় প্রতিবাদকারীদের উপর যারা গুলি চালিয়েছে প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চান তিনি। আর তা না হলে সারাদেশের তৌহিদী জনতা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদের জবাব দেবে। পরিশেষে তিনি ধর্মপ্রাণ সকল মুসলমানদের প্রতিবাদ মিছিলে উপস্থিত থাকার আহ্বান জানান এবং অতি উৎসাহী হয়ে বিষয়টি নিয়ে যাতে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ