২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১২ অক্টো ২০২১ ০৮:১০
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার-রাজনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র রাজ আহমদ(২২)নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন।
মঙ্গলবার (১২অক্টোবর) দুপুরে কদমহাটা এলাকায় এই ঘটনাটি ঘটে। রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের অলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। রাজ মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানাযায় রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের পিছনে থাকা রাজ ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির গুরুত্বর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নজরুল বিষয়টি নিশ্চিত করেন।
Helpline - +88 01719305766