১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১২ অক্টো ২০২১ ০১:১০
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- চলন্ত ট্রেনে পাথর ছোড়া রোধে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা। মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে সচেতনততামূলক সভায়
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল রেলওয়ে থানার এস আই জয়নাল আবেদীন, এস আই মোল্লা সেলিমুজ্জামান, এস আই শেখ জিয়াউল এবং এস আই রিয়াদুল ইসলাম।
সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের ট্রেনে পাথর ছোড়া, ট্রেনের ছাদে ভ্রমণের কুফল সংক্রান্ত ধারণা দেয়া হয়
এবং পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কেও অবহিত করা হয়।
সভায় বক্তারা বলেন, রেলওয়ে আইনে চলন্ত ট্রেনে পাথর ছোড়া একটি অপরাধ। ট্রেনে পাথর ছোড়ার বিষয়ে কারও কাছে কোনো গোপন সংবাদ থাকলে তা রেলওয়ে পুলিশকে অবহিত করার জন্য উপস্থিত সবার প্রতি অনুরোধ জানানো হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী ও রাম্মি আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক নিশাত আঞ্জুম, নুসরাত জাহান তমা ও নিতু আক্তার।
Helpline - +88 01719305766