২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১২ অক্টো ২০২১ ১১:১০
বিশেষ প্রতিনিধি:- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা কর্মাধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজারের পূর্বে চা বাগানে পান পুঞ্জির রাস্তায় গতকাল সোমবার রাতে দুর্বিত্তের হাতে তুহিন আহমেদ নামের এক যুবক খুন হয়েছে।
গত রাত সোমবার প্রায় ১২ টার সময় রাঙ্গিছড়া বাজার থেকে পুঞ্জি রাস্তা দিয়ে কয়কেজন লোক পুঞ্জিতে যাওয়ার সময় রাস্তার পাশে পড়ে থাকা তুহিন আহমেদ নামের এক যুবকের লাশ দেখতে পায়। এই সময় রাঙ্গিছড়া বাজারে কয়েকজনকে জানালে সবাই দেখেতে পায় তুহিন আহমেদের লাশ। পুর্ব বাবনিয়া গ্রামের সাজ্জাদ আলীর ২য় পুত্র তুহিন আহমেদ (১৭), তিন ভাইয়ের মধ্যে তুহিন ২য়। কে বা কারা এ খুন করেছে এখন পর্যন্ত জানা যায়নি ।
Helpline - +88 01719305766