২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ১১ অক্টো ২০২১ ০৬:১০
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথেে চাঁন্দশির কাপনে বসবাসরত আইনুল হক (৫০) নামের এক দিনমজুরের মৃত্যুর পর সিলেট আদালতে হত্যা মামলা দায়ের করেছেন তার বড়ভাই সিরাজুল হক (৬০)।
তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরার গাঁওয়ের মৃত মফিজ উল্লাহর ছেলে।
গত ১৪ সেপ্টেম্বর বিশ্বনাথের চাঁন্দশির কাপনে বসবাসরত রহমত আলীর বসতঘর সংলগ্ন গাড়ির গ্যারেজে ছোটভাই আইনুল হককে হত্যার অভিযোগ এনেছেন সিরাজুল হক।
ঘটনার ১৪দিনের মাথায় গত ২৯ সেপ্টেম্বর ৬জনকে আসামি করে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন, (বিশ্বনাথ সিআর মামলা নং ৩২৩/২০২১ইং)।
ওইদিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক লায়লা মেহের বানু মামলাটি তদন্তের জন্যে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমানকে দায়িত্ব প্রদানসহ ৫অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্ত করা হয়েছে, চাঁন্দশিরকাপন গ্রামের মৃত ইছমত আলীর ছেলে রহমত আলী (৫৮), আরমান আলী (৫০), সুরুজ আলীর ছেল সানুর মিয়া (৪২), মনির আলী (৪৮), শরিস পুরের মৃত আশিক আলীর ছেলে দুদু মিয়া (৪৮), জগন্নাথপুরের দক্ষিণ পাড়ার আব্বাস আলীর ছেলে কমলা মিয়া (৩৫)।
এছাড়া এ মামলায় আরও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বিশ্বনাথ ও জগন্নাথপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শিগ্রই তদন্ত প্রতিবেদন প্রদান করবেন বলে তিনি জানান।
Helpline - +88 01719305766