বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাসের সভাপতিত্বে ও সিলেট জেলা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম আহŸায়ক ঝুটন দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট জেলার আহবায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি দিপক রায় দিপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ, সিলেট মহানগর হিন্দু পরিষদের সমন্বয়ক মলয়, নির্বাহী সভাপতি নিবারন, সাধারণ সম্পাদক রনজিত, শ্রীহট্ট হিন্দু সমাজ সিলেট মহানগরের সভাপতি সুমন, মিটু, উপেন্দু, অনিতা, পান্ডব প্রভু, দলদলী যুব সংঘের সভাপতি মনোরঞ্জন, সিলেট জেলা হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক কার্ত্তিক পাল, পিযুষ দাস, অপু কর, শুভ রায়, উত্তম, রাজেশ, অপু, অজিত, অভিত, পল্লব, শ্রীধাম, পংকজ দাস, স¤্রাট, জীবন, অজিত, জুয়েল, তুষার, অন্তর, মলিন, সজিব, আশিক, সিদাম, আপন, পলক, সুয়েল, দলদলী যুব সংঘের ধর্ম সম্পাদক রাজেশ দাস রাজু, তথ্য ও যোগাযোগ সম্পাদক উত্তম দাস প্রমুখ।