১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৮ অক্টো ২০২১ ০৬:১০
সিলেট অফিস।। লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা এবং লায়ন্স ক্লাব অব সিলেট সিটি’র উদ্যোগে আজ খাসদবীর এলাকায় ফ্রী খৎনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সারা দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠান বৃহত্তর খাসদবীর এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি সিলেটের বর্ষীয়ান মুরব্বি হাজ্বী ইসরাইল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ লায়ন রুহুল আমিন চৌধুরীর পরিচালনায় ফ্রী খৎনা কার্যক্রম অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ৩১৫ বি-১ এর গভর্নর লায়ন সাহেনা রহমান এমজেএফ।
খাসদবীর মদীনাতুল উলূম দারুসসালাম মাদ্রাসার মিশকাত বিভাগের ছাত্র ইউসুফ আহমদ মুবিনের সার্বিক তত্বাবধানে ফ্রী খৎনা কার্যক্রম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নাজনীন হোসেন,লায়ন মনসুর আলম চৌঃ,খাসদবীর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংগঠক হুমায়ুন আহমদ মাসুক, লায়ন সাহেদা পারভীন চৌঃ নাজমা,বিশিষ্ট সংগঠক আহমেদুর রহমান খাঁন হিনু,লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোস্তাক আহমদ সেলিম,হাসান তালুকদার সোহেল, একে কামাল হোসেন, সাংবাদিক এমদাদুল হক সোহাগ,মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরী,নাজির আহমদ, সজীবুর রহমান রুবেল,বেলাল হুসেন দোলন,বেলালুর রহমান জুমন,এইচ আর হামিদ,আবিদ আহমদ স্বরন,ইব্রাহীম আলম মাসুম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Helpline - +88 01719305766