১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৮ অক্টো ২০২১ ১০:১০
সুরমাভিউ:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরবের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সিলেট নগরীর অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরবের হাত ধরে সিলেটে যুবদল বলিষ্ট ভূমিকা পালন করবে।
সিলেটে যুবদলের কার্যক্রম বেগবান করতে সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান খন্দকার মুক্তাদির।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরব বলেন, সিলেটে যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আরিফুল চৌধুরীর সহযোগিতায় সিলেটে আগামী দিনে সিলেটে যুবদলকে শক্তিশালী ও বেগবান করতে তাদের সহযোগিতা নিতে হবে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে সিলেটে যুবদলের কার্যক্রম তেমন একটা চোখে পড়ার মতো ছিল না। কিন্তু নজিব, পাপলু, তারেক ও মকসুদের নেতৃত্বে সিলেটের প্রত্যেকটি উপজেলা, পৌর ও ওয়ার্ড কমিটি গঠন সফলভাবে সম্পন্ন হয়েছে। তাই আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে দলকে এগিয়ে নিতে সিলেটে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সিলেট যুবদলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান মেয়র আরিফ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুরতাজুল করিম বাদরু, সহ-সভাপতি ও সিলেটের সাংগঠনিক টিমের প্রধান শহীদুল্লাহ তালুকদার, বিভাগীয় সহ-সভাপতি আনসার উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সদস্যসচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ।
এছাড়া সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, তোফাজ্জুল হোসেন বেলাল, আখতার আহমদ, শাহিদুর রহমান সুজান, আশরাফ উদ্দিন ফরহাদ, ময়নুল ইসলাম মঞ্জুর, লুৎফুর রহমান, উমেদুর রহমান উমেদ, লিটন আহমদ, এমদাদুল হক স্বপন, কয়েছ আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ওলিউর রহমান, ফখরুল ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মফিজুস সামাদ চৌধুরী মাহফুজ, গোলাম মো. আব্বাস বাপ্পী, রায়হান আহমদ, আলী আহমদ আলীম, মকসুদুল করিম নোহেল, ওসমান গণি, মাসুক আহমদ, জয়নুল ইসলাম জনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম এবং উপজেলা, পৌর ও ওয়ার্ড আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কবৃন্দসহ অন্যান্য নেতাকর্মী।
Helpline - +88 01719305766