১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৮ অক্টো ২০২১ ১২:১০
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথে যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে উপজেলার লামাকাজি ইউনিয়নের হেকুরাগাঁও গ্রামের মৃত হাজী আপ্তাব আলীর ছেলে সেবুল মিয়া (৩৫)। (৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৎপুরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই গোপেশ চন্দ্র দাস বলেন, যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছিল সেবুল। পরে আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
এব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সেবুল মিয়া নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
Helpline - +88 01719305766