তিনদিনের সফরে সিলেটে আসছেন মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত:শুক্রবার, ০৮ অক্টো ২০২১ ০৩:১০

সুরমাভিউ:-  তিনদিনের সফরে সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। আগামীকাল শনিবার সকালে তিনি সিলেটে এসে পৌঁছাবেন।

মন্ত্রীর সরকারি সফরসূচিতে দেখা গেছে, শনিবার সকাল ৯টার দিকে বিমানযোগে সিলেটে আসার পর ১১টায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেবেন ইমরান আহমদ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিকাল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

আগামী রোববার সকালে মন্ত্রী ইমরান গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থী সমাবেশে যোগ দেবেন তিনি। বিকালে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং গোয়াইনঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন মন্ত্রী।

আগামী সোমবার জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ইমরান আহমদ। দুপুর সাড়ে ১২টায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন তিনি।

সেদিন সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ