২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ অক্টো ২০২১ ০৮:১০
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভানু লাল রায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ভানু লাল রায় ৫৮ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ৩৩ হাজার ৯৬ ভোট পেয়েছেন এবং অপর প্রার্থী আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে ১২ হাজার ৮৮৮ ভোট পেয়েছেন।
গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব এর মৃত্যু হয়। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
Helpline - +88 01719305766