১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ অক্টো ২০২১ ০৮:১০
সেলিম আহমেদ,সৌদি আরবঃ কৃষিনির্ভর বাংলাদেশে জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা এবং দরিদ্রতা নিরসনে প্রাণিসম্পদের অবদান খুবই গুরুত্বপূর্ণ । বাংলাদেশের প্রাণিসম্পদ একটি সম্ভাবনাময় ও লাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এখন । সেই সাথে উপযুক্ত প্রযুক্তির উদ্ভাবন এবং সম্প্রসারণ প্রাণিসম্পদ খাতকে আজ কর্মসংস্থান ও গ্রামীণ দারিদ্র্য বিমোচনের একটি অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত করেছে বাংলাদেশ সরকার । দেশের বেকার জনগোষ্ঠী এবং নারীরা প্রাণিসম্পদ পালনে সম্পৃক্ত হয়ে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে এখন । বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয় দেশ এখন অনেক উন্নত হয়েছে ,বাংলাদেশে এখন অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে । তাই প্রবাস থেকে যারা দেশে আসছে তারা কেউই বেকার থাকছেনা যেকোনো কর্ম করে চলতে পারছে , পবিত্র মক্কায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম মন্ত্রী রেজাউল করিম এসব কথা বলেন ।
গতকাল বুধবার মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের কনফারেন্স হলে রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । রিপোর্টার্স এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আহমেদ এর পরিচালনায় রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সেীদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হজ মুহাম্মদ জহিরুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি এবং এটিএন বাংলার ও এটিএন নিউজ সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, প্রবাস বাংলা টেলিভিশনের সিইও জুনায়েদ আহমেদ, মোহাম্মদ মাইনুদ্দিন, সহ সংগঠন বিভিন্ন সাংবাদিক বৃন্দ ।
উক্ত মতবিনিময়ের সময় মন্ত্রী রেজাউল করিম বলেন , বিশ্বজুড়ে করোনা মহামারির নেতিবাচক প্রভাব থাকা সত্ত্বেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে। ফরেন রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির ভিত তৈরি করছে এবং নানা রকমের সংকট সত্ত্বেও করোনার মধ্যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ ‘আকর্ষণীয় বিনিয়োগের স্থান’ হিসেবে পরিচিতি পেয়েছে । সারা বিশ্বের চোখ এখন বাংলাদেশে । বাংলাদেশে কীভাবে বিনিয়োগ করা যাবে, প্রবাসে আমাদের বাংলাদেশী যে যেখানে আছেন আপনাদের কাজ সেটা এখন শুধু বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে হবে ।
Helpline - +88 01719305766