আমি ইউনিয়নবাসীর সেবক হতে চাই : চেয়ারম্যান প্রার্থী উবায়দুল হক শাহীন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ অক্টো ২০২১ ০১:১০

সুরমাভিউ:-  আসন্ন ছাতক উপজেলার ১৩ নং ভাঁতগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে নাগরিক সেবা পৌঁছে দিতে ইউনিয়নবাসীর সেবক হতে চাই। দৃষ্টিনন্দন, পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়ন রুপান্তরিত করবো।

চেয়ারম্যান পদে পদপ্রার্থী উবায়দুল হক শাহীন বলেন, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট,পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সেনিটেশন, কবরস্থান, জরুরি এ্যাম্বুলেন্স সেবা, রোড লাইটসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহীতামূলক কার্যক্রম চালু করবো।

তিনি সুরমাভিউ এর সাথে একান্ত আলাপকালে তিনি এই প্রতিবেদককে তার বিভিন্ন পরিকল্পনা ইউনিয়নবাসীর উদ্দেশ্য তুলে ধরে বলেন, পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা তৈরি ও রাস্তা প্রশস্ত করে টেকসই উন্নয়নের লক্ষ্যে নাগরিকদের চাহিদা অনুযায়ী কাজ করবো।

পরিকল্পিতভাবে রাস্তার সঙ্গে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ইউনিয়নের ড্রেন নিয়মিত পরিষ্কারের মাধ্যমে পানি চলাচল নিয়মিত রাখা, ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ড্রেনের সঙ্গে যারা টয়লেটের পাইপ সংযুক্ত করেছে সেগুলো বন্ধ করে দেয়া, ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন, শিক্ষার অধিকার যাতে ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে তা নিশ্চিত করা।

তাছাড়া অনেক সড়ক এখনো চলার উপযোগী নয়, সেই সকল সড়ক চলার উপযোগী করে দিব। যাতে একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করতে জনগণকে আর ভোগান্তিতে পরতে না হয় এই ব্যবস্থা করবো।

অনেক সড়কে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইউনিয়নের প্রত্যেকটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিব। যাতে এসব স্থানে মাদকসেবীদের আড্ডা থেকে মুক্ত থাকে।

আগামী ২ই নভেম্বর টেলিফোন প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার মাধ্যমে সবধরনের নাগরিক সুবিধা সম্পন্ন একটি মডেল ইউনিয়ন গড়ার সুযোগ দিবেন। আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবো। ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ