১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ০৬ অক্টো ২০২১ ০৯:১০
বাংলাদেশ পুলিশের জন্য রাশিয়া থেকে জি-টু-জি পদ্ধতিতে কেনা হবে দুটি হেলিকপ্টার। বুধবার (৬ অক্টোবর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা অনুষ্ঠিত হয়।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় পুলিশের জন্য রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। জি-টু-জি পদ্ধতিতে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের কাছ থেকে কেনা হবে হেলিকপ্টারগুলো।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পুলিশের জন্য জিটুজি পদ্ধতিতে রাশিয়ার নিকট থেকে দুইটি হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
Helpline - +88 01719305766