তাহিরপুরে কটেজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত:বুধবার, ০৬ অক্টো ২০২১ ০৯:১০

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে নবনির্মিত বাংলো উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে টেকেরঘাটের পুরাতন সার্কিট হাউজের সম্মুকে নবনির্মিত (কটেজ) বাংলো উদ্বোধন করা হয়।

এসময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আলা উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী।

কটেজ (বাংলো) উদ্বোধনের পূর্বে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক।

বুধবার সকালে তাহিরপুর উপজেলা গণমিলনআয়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রায়হান কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক আমল কান্তি কর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়াম্যান খালেদা বেগম, থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ