২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৫ অক্টো ২০২১ ০৯:১০
সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে ডাউন হওয়ার ৬ ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম আংশিক সচল হয়েছে।
আমিরাতের স্থানীয় সময় সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ৮টার পর থেকে এ সমস্যা দেখা দেয়। এরপর সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সচল হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ তিনটি অ্যাপের মালিক ফেসবুক।
এর আগে, সার্ভার ডাউনের ব্যাপারে ফেসবুকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়েছিল, আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।
Helpline - +88 01719305766