১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৫ অক্টো ২০২১ ০৮:১০
সুরমাভিউ:- নির্ধারিত সময়ের প্রায় তিন মাস পূর্বে নগরীর শাহজালাল উপশহরের এ ব্লকের একটি আরসিসি ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় ৭ কোটি ৬১ লাখ টাকা। গত ১৫ই জুন শুরু হওয়া উন্নয়ন কাজটি আগামী ৩০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিলো। দ্রুত কাজ শেষ হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি স্থানীয় কাউন্সিলর সেলিমের উচ্ছসিত প্রশংসা করে বলেন, কাউন্সিলর সেলিম জাপানী মডেল-এর সে জাপানীদের মতো নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করেছে।
শাহজালাল উপশহরের ‘এ’ ব্লকের ৮নং রোডে ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আলোকিত শহর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়। মেয়র ও আমরা সিলেট নগরীকে গুণগতভাবে সমৃদ্ধ ও আলোকিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবেন। উন্নয়ন কাজের জন্যে এতো ভাঙ্গাচোরা হয়েছে, এখন আমাদের মেয়রের নাম হয়ে গেছে ‘ভাঙ্গা মেয়র’। সিলেটবাসী রাস্তাঘাট সম্প্রসারণের জন্যে তাদের মূল্যবান জমি দান করেছেন এটা হচ্ছে সদকায়ে জারিয়া।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর উন্নয়নে নগরবাসীর অবদানের কথা উল্লেখ করে বলেন, নগরবাসী তাদের অতি মূল্যবান জমি দান করে নগরীর উন্নয়নে যে অবদান রেখেছেন সেই ঋণ কখনও শোধ করার মতো নয়। তিনি জানান, আগামী ২/৩ মাসের মধ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে যারা রাস্তা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্যে জমি দান করেছেন তাদের সংবর্ধনা প্রদান করা হবে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ই ব্লক জামে মসজিদের সভাপতি সফিকুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা হাজী এনাম উদ্দিন, এ ব্লক জামে মসজিদের সভাপতি সহিবুর রহমান কলা, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য জাফরান জামিল, আওয়ামীলীগ নেতা এম,এ ফয়সাল ছাদ, হাজী বাহার উদ্দিন, জয়নুল হক, সিরাজুল ইসলাম খান, আবু বক্কর সিদ্দিক বাবলু, বিশিষ্ট সমাজসেবক তৌফিকুর ইসলাম বাবলু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কবির চৌধুরী রাসেল, সিলেট মহানগর যুবলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, মোতাহার আহমদ জাহির, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেদ আহমদ সাহেদ, সাহেদ আহমদ পলাশ, ২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি এরশাদ মিয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা সিদ্দিকুর রহমান, সাহেদ আহমদ শামিম, ফুয়াদ বকশী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ, তারেক, জয়, নাজমুল, আসিফ, ফাহিম, শাওন, আরিফ প্রমুখ।
Helpline - +88 01719305766