ঢাকায় পুলিশী বাঁধা উপেক্ষা করে শহীদ জিয়ার মাজারে সিলেট বিএনপি

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ অক্টো ২০২১ ১০:১০

সিলেট মহানগর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণে পুলিশি বাঁধার সম্মুখীন হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটি শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক ও জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা সফর করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বাদ জোহর জিয়া উদ্যানে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সমবেত হন।

কিন্তু, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে নেতৃবৃন্দ পুলিশি বাঁধার সম্মুখীন হন। পরবর্তীতে নেতাকর্মীদের চাপের মুখে জিয়ারত করতে অনুমতি প্রদান করে পুলিশ।

জিয়ারতে অংশগ্রহণ করেন, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড.এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলন, নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহিন, ফরহাদ চৌধুরী শামীম, ইমদাদ হােসেন চৌধুরী, অ্যাডভোকেট রােকসানা বেগম শাহনাজ, নজীবুর রহমান নজীব। সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিম হােসেন, আব্দুল আলিম দিপক, অ্যাডেভোকেট আতিকুর রহমান সাবু, সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ন আহমেদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হােসেন, শামীম মজুমদার ও আবুল কালাম প্রমুখ।