২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ০৪ অক্টো ২০২১ ১০:১০
সুরমাভিউ:- অক্টোবর সেবা মাস-২০২১ উপলক্ষে সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৩ অক্টোবর) পালিত এসকল কর্মসূচিগুলো হলো- ডেন্টাল ক্যাম্প, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ, অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষাউপকরন বিতরণ, সেলাই মেশিন ও সেইলিং ফ্যান বিতরণ, বৃক্ষরোপন ও চিত্রাংকন প্রতিযোগিতা।
লাক্কাতুরাস্থ ঊষা স্কুলসহ বিভিন্ন জায়গায় এসকল সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লায়ন ৩১৫ বি ১ এর ডিস্ট্রিক গর্ভনর লায়ন শাহেনা রহমান এমজেএফ কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন লায়ন গংগেশ চন্দ্র দাশ অ্যাডভোকেট, ক্লাব সেক্রেটারি লায়ন ফয়েজ আহমদ চৌধুরী রিপন, ট্রেজারার লায়ন অজিত কুমার ভট্টাচার্য্য, সাবেক প্রেসিডেন্ট লায়ন শামসুল আলম খান, সাবেক প্রেসিডেন্ট ও অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন হারুন আল রশিদ দীপু এমজেএফ, সাবেক প্রেসিডেন্ট লায়ন গৌতম লাল দত্ত, সাবেক প্রেসিডেন্ট লায়ন যীশু দেব, সাবেক প্রেসিডেন্ট লায়ন রুহুল আমিন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766