১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ০৪ অক্টো ২০২১ ০৭:১০
সুরমাভিউ:- বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বলেছেন, বাংলাদেশ আওয়াম লীগ জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। আর সেই সংগঠনের সহযোগি সংগঠন হচ্ছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ভূমিকায় সিলেটের মানুষের মাঝে অনেক উন্নয়ন ঘটেছে। জীবন মান উন্নত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি সোমবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর মোতালিব ভিলায় সিলেট মহানগর যুব মহিলা লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শিলার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুব মহিলা লীগের নেত্রী নাজমা বেগম, শিউলি বেগম, রাসিদা আক্তার মনি, তানিয়া আক্তার তান্নি, তাহেরা বেগম, রাশিদা খান, হ্যাপি বেগম, রিক্তা চক্রবর্তী, মাহমুদা আক্তার রিনা, তাহমিনা রহমান এ্যানি, শাম্মি আক্তার, ফাতেমা বেগম, মরিয়ম সরকার, নীলিমা রহমান নীলা প্রমুখ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766