১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ০৪ অক্টো ২০২১ ০৮:১০
সুরমাভিউ:- ট্রাষ্ট ব্যাংক লিমিটেড ও আজিয়াটা ডিজিটালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত মোবাইল ব্যাংকিং সেবা ট্রাষ্ট আজিয়াটা পে (টেপ) মেগা ক্যাম্পেইনের পুরুস্কার বিতরণ সিলেট অঞ্চলের অনুষ্ঠান সোমবার (১০ অক্টোবর ২০২১ইং) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সদরের ডিস্ট্রিবিউশন হাউজ আল-মারজান ট্যুর এন্ড ট্রাভেলসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাষ্ট আজিয়াটা পে (টেপ) সিলেটের এরিয়া ম্যানেজার মো. আওলাদ হোসেন, টেরিটরি ম্যানেজার অরিন্দম চৌধুরী, সিলেট সদরের ডিস্ট্রিবিউশন হাউজ আল-মারজান ট্যুর এন্ড ট্রাভেলসের স্বত্তাধিকারী মো. হাবিবুর রহমানসহ সিলেট সদরের বিভিন্ন এজেন্ট মালিক ও ডিস্ট্রিবিউশন হাউজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ট্রাষ্ট আজিয়াটা পে (টেপ) মেগা ক্যাম্পেইনের পুরুস্কার প্রাপ্তরা হলেন, শুভ স্টোর (এলিডি টিভি), নির-প্রমোটার (ডিপ ফিজ), রংধুনু (এয়ার কুলার), মুঠোফোন (স্মার্ট ফোন)।-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766