খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র ইউএসএ শাখার কমিটি পুনর্গঠন

প্রকাশিত:সোমবার, ০৪ অক্টো ২০২১ ০৬:১০

সুরমাভিউ:-  বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র (ইউএসএ) শাখার ২০২১-২২ সেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রে বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতী লুৎফুর রহমান কাসেমীকে সভাপতি, সাবেক বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা শিহাব উদ্দিন সাকিবকে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম খান শাহীনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

দুই বছর মেয়াদী এই কমিটি গত ২ অক্টোবর অনুমোদন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ।

পুনর্গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী, মাওলানা আব্দুল হাই, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মেজবাহ উদ্দীন, বায়তুলমাল সম্পাদক মাওলানা আশরাফ উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ফায়েক উদ্দীন, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা কবির আহমদ, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আহমদ কাসিম হামিদী, দাওয়া ও গণ-সংযোগ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহ দাওয়া ও গণ-সংযোগ সম্পাদক হাফেজ মাওলানা আতাউর রহমান, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, হাফিজ জায়েদ ইবনে জিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ