সিলেটে ছাত্রদলের সপ্তাহব্যাপী মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসুচীর উদ্বোধন

প্রকাশিত:রবিবার, ০৩ অক্টো ২০২১ ১০:১০

সুরমাভিউ:-  করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার লক্ষ্যে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সপ্তাহব্যাপী মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ অক্টোবর) বিকেলে নগরীর কুমারপাড়াস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত তুহিনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, করোনাসহ যেকোন দুর্যোগ মোকাবেলা করতে সকলের সম্মিতির প্রচেষ্টার কোন বিকল্প নেই। প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদল দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে, এখনও করছে। ভবিষ্যতেও করবে- এই আশা করি। করোনার শুরু থেকে সিলেটে ছাত্রদল খাদ্যসামগ্রী বিতরণ, অক্সিজেন সেবা, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করে যে অবদান রাখছে, তা প্রশংসার দাবিদার।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাসরুর রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ, সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, বায়েজীদ আহমদ চৌধুরী, আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির, যুবদল নেতা দেওয়ার আহমদ, ইমাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ ইমু, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের কামিল আহমদ, মহানগরের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আহমদ মাহি, সায়েম আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন মুন্না শাহ, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাদিকুর রহমান সালমান, মহানগরের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রশান্ত ঘোষ দ্বীপ, সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সদস্য মিন্টু আহমদ, কাশেম আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাকের রহমান, জাহাঙ্গীর, রাসেল আহমদ, ইমাদ আহমদ, পলিটেকনিক ছাত্রদল নেতা জুম্মান আহমদ, তাহমিদ, দেলোয়ার হোসেন, তরিকুল, শায়েদ হাসান, মো. ফেরদৌস আহমদ, জুম্মান আহমদ, ইকরাম, সানি, ইফাজ, নাছিম, মো. সবুজ মিয়া, মাহফুজুর, মাহিদ হাসান, মিফতাতুল হাসান তাহমীদ, আমিন আহমদ জুম্মান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ