চিকিৎসা বিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জনে ডা. সুব্রত রায় কে সংবর্ধিত করলো সার্বজনীন জামতলা পূজা কমিটি

প্রকাশিত:রবিবার, ০৩ অক্টো ২০২১ ১০:১০

সুরমাভিউ:-  চিকিৎসা বিদ্যায় এফ.সি.পি.এস ডিগ্রি অর্জন করায় সার্বজনীন জামতলা পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সুব্রত রায় কে সংবর্ধিত করলো সার্বজনীন জামতলা পূজা কমিটি সদস্যবৃন্দরা।

রোববার (৩ অক্টোবর) রাত ৮টায় নগরীর তালতলাস্থ একটি হলরুমে পূজা কমিটির সাধারণ সম্পাদক বিশলয় দাসের সভাপতিত্বে ও সহ কোষাধ্যক্ষ উজ্জ্বল কুমার রায়ের সঞ্চালনায় সংগঠনের সদস্যরা বক্তব্যে বলেন, ডা. সুব্রত রায় একজন সৎ, বিনয়ী ও পরিশ্রমী ব্যক্তি, তিনি তাঁর অধ্যাবসায় ও চর্চার মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তরা আশা করেন ডা. সুব্রত রায় একজন মানবিক ডাক্তার হিসেবে মানুষের সেবায় নিয়োজিত থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন।

সভায় উপস্থিত ছিলেন, তুষার কান্তি চক্রবর্তী, নেপাল রায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিপুল দাশ, বিজন দাশ, অমিত চক্রবর্তী, বিজয় দাশ, বনবীর রায় (রাতুল), পান্না বিশ্বাস (তুষার), সবুজ দাশ, জনি চন্দ, রনি চন্দ, বাপ্পা রায়, রুপম ঘোষ ও তমাল চক্রবর্তী।

এ সংক্রান্ত আরও সংবাদ