প্রায়াত নেতাদের স্মরণে দিরাইয়ে আ’লীগের শোক সভা

প্রকাশিত:শনিবার, ০২ অক্টো ২০২১ ০৬:১০

দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জর দিরাইয়ে সদ্য প্রয়াত নেতাদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় স্থানীয় আওয়ামিলীগ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আছাব উদ্দিন সরদার, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদিকুর রহমান ছাও মিয়া, চরনারচর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল মিয়া ও তাড়ল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আইদুল্যা মিয়া স্মরণে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. সোহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও সাংগঠনিক সম্পাদক এড.অভিরাম তালুকদারের যৌথ পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীওগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।

এতে ভার্চুয়াল সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন দিরাই-শাল্লা আসনের সাংসদ ড.জয়াসেনগুপ্তা ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেন, বঙ্গুবন্ধুর আদর্শে গড়া সংগঠন আওয়ামীলীগের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করছে, বঙ্গবন্ধুর সাথে মন্ত্রিপরিষদে থেকে খন্দকার মোস্তাক ষড়যন্ত্র করেছে, পরবর্তিতে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে মোস্তাক- জিয়া ও স্বাধীনাতা বিরোধীরা বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলতে চেয়েছে, কোন ষড়যন্ত্রই সফল হতে পারেনি, বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মানুষের ভালবাসা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশ যখন উন্নয়নের দিকে তখনই মোস্তাক-জিয়া ও স্বাধীনতা বিরোধীচক্র আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ যখন ঐক্যবদ্ধ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন উন্নয়ন উন্নয়ন এগিয়ে যাচ্ছে, তখনই একটি চক্র আওয়ামীলীগের সুবিধা নিয়ে আওয়ামীলীগকে ধ্বংস্ করার ষড়যন্ত্র করছে। ইমন বলেন, শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামীলীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে রুখে দাড়াতে হবে।

ভার্চুয়াল বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আছাব উদ্দিন সরদার ও যুগ্ম সম্পাদক প্রয়াত হাবিবুর রহমান তালুকদার আওয়ামীলীগের নিবেদিত প্রানের কর্মী ছিলেন এবং আমার প্রয়াত স্বামী সুরঞ্জিত সেনের আস্তাভাজন ছিলেন, উনারা কোনদিন কখনও আদর্শে থেকে ুিবচ্যুত হননি, উনাদের কোন চাওয়া পাওয়া ছিলনা। জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ভার্চুয়াল বক্তব্যে বলেন, সুনামগঞ্জে আওয়ামীলীগ আজ ঐক্য বদ্ধ, তৃণমুলের প্রতি জননেত্রী শেখ হাসিনার রয়েছে অগাধ বিশ্বাস ও ভালবাসা, উনার সুযোগ্য নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন আওয়ামীলীগকে কোন অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না, বঙ্গবন্ধু-আওয়ামীলীগ-স্বাধীনতা-গণতন্ত্র-উন্নয়ন একই সুত্রে গাথা।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য প্রবীন নেতা আলতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড হায়দার চৌধুরী লিটন, এড. নান্টু রায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, বিশম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল সিদ্দিকী, দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এড, রিপা সিনহা, দিরাই পৌর মেয়র বিশ্বজিৎ রায়, জেলা আওয়ামীলীগ নেত হুমায়ুন রশিদ লাভলু, দিরাই উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওয়ার মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহজাহান সরদর, শ্রমিকলীগ সভাপতি কপিল উদ্দিন, যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, কলেজ ছাত্রলীগের আহবায়ক সজিবনুর৷

এ সংক্রান্ত আরও সংবাদ