নবগঠিত সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটিকে জেলা ও মহানগর ছাত্রদলের অভিনন্দন

প্রকাশিত:শনিবার, ০২ অক্টো ২০২১ ১০:১০

সুরমাভিউ:-  সদ্য ঘোষিত সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে আহবায়ক কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এক বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যােতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসন নাদিম বলেন, আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহবায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে ঘোষিত ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি কেন্দ্র ঘোষিত নির্ধারিত সময়ে একটি সার্থক কাউন্সিল উপহার দিতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে এই আহবায়ক কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমরা মনে করি। ২৯ সদস্যের আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ