১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ০১ অক্টো ২০২১ ১০:১০
সুরমাভিউ:- মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৮ বাংলার কার্যকরী পরিষদের এক সভা গতকাল ০১ লা অক্টোবর শুক্রবার বেলা ১১টায় নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহালয়ার প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, পরিষদের যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের প্রাক্তন সদস্য সচিব এডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য, মহালয়ার যুগ্ম সমন্বয়কারী সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা কবি বিনতা দেবী।
পরিষদর সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশের স্বাগত বক্তব্যে সূচিত সভায় বক্তব্য রাখেন, পরিষদের পৃষ্ঠপোষক রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ, সহ-সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, এপেক্সিয়ান জি.ডি রুমু, ব্যাংকার কবি সুমন বনিক, শ্রীমা সারদা সংঘ সিলেটের সহ সম্পাদিকা বর্ণালী পুরকায়স্থ, পরিষদের কোষাধ্যক্ষ অনুকুল সূত্রধর, সহ সম্পাদক উত্তম ঘোষ, অসিত কুমার সূত্রধর, লেখক তারেশ কান্তি তালুকদার, হারাধন দেব প্রভাষ, মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, পৃষ্ঠপোষক জ্যোতির্ময় দাশ যীশু, সহ সাংগঠনিক সম্পাদক ভানু চন্দ্র পাল, চন্দ্র শেখর দে চপল, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, সাংস্কৃতিক সম্পাদক নাট্যকর্মী অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদক পরাগ রেণু দেব তমা, সীমা রাণী সরকার, হিল্লোল শর্ম্মা, মঞ্জিত রানা, সহ প্রচার সম্পাদক রনি চন্দ্র শীল, কার্যকরী সদস্য রমা কান্ত গুপ্ত, সুশান্ত বনিক, সুবিনয় আচার্য্য রাজু, ভৈরব চন্দ্র নাথ প্রমুখ।
সভায় আগামী ৬ ও ৮ অক্টোবর ২ দিনব্যাপী এবারের মহালয়া উৎসব উদযাপনে বিভিন্ন উপ-কমিটির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় পরিষদের সভাপতি প্রণব কুমার দেবনাথ এর ৭০তম জন্মদিন উপলক্ষে ফুল ও মিষ্টি দিয়ে তাঁকে সংবর্ধিত করা হয়। বিজ্ঞপ্তি।
Helpline - +88 01719305766