১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ০১ অক্টো ২০২১ ০৮:১০
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম (৭৭) এর ১ম জানাযা অনুষ্ঠিত হয় শুক্রবার ১১টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজারে, ২য় জানাযা অনুষ্ঠিত হয় বিকাল ৩টায় দোয়ারাবাজার সদর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৩য় জানাযা অনুষ্ঠিত হয় সন্ধা সাড়ে ৬টায় ছাতক বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। জানাযা শেষে ছাতক বাগবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও স্থনীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজনসহ কয়েক হাজার মানুষ।
করোনায় আক্রান্ত হয়ে বৃৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম দোয়ারাবাজার উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। এরপর তিনি দোয়ারাবাজার উপজেলা পরিষদের (১৯৯৫-১৯৯০) সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারি সার্জন ছিলেন। ১৯৭৯ ইং সনে (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পৃথক পৃথক শোকবার্তায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবসহ ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
Helpline - +88 01719305766