সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মিফতাহ সিদ্দিকী অভিনন্দন-ফুলেল শুভেচ্ছায় সিক্ত

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ সেপ্টে ২০২১ ০৭:০৯

সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এ আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন তিনি। মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকিকে আহবায়ক ও মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি।

সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।  কমিটির ঘোষণার পর গতকাল বুধবার রাত থেকে মিফতাহ সিদ্দিকীর বাসায় ফুল নিয়ে অভিনন্দন জানাতে ছুটে আসছেন নেতাকর্মীরা।

এদিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ, সিলেট মহানগর যুবদলের সাবেক সদস্য সচিব মাহরুফ আহমদ টিপুর নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজু আহমদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও সদর উপজেলা যুবদল, স্বেচ্চাসেবক দলের নেতৃবৃন্দ, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেক দলের সাবেক সভাপতি কামাল হাসান জুয়েল এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেলর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, এছাড়ও সিলেট মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান  নব-নির্বাচত সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মিফতাহ সিদ্দিকীকে।

এ সংক্রান্ত আরও সংবাদ