২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ সেপ্টে ২০২১ ০৪:০৯
সুরমাভিউ:- করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সুনামগঞ্জ আওয়ামীলীগের প্রবীন নেতা, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা: মো: আব্দুর রহিম (৭৭)। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার সময় সিলেটের করোনা বিশেষায়িত হাসপাতাল শহীদ শামসুদ্দীনে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন তিনি। গত বুধবার ( ২২ সেপ্টেম্বর) অসুস্থতা বোধ করলে তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর নমুনা পরীক্ষার পর শুক্রবার রাতে করোনা শনাক্ত হয় তার।
্ওসমানী হাসপাতালে আইসিইউতে থাকাবস্থায় আজ বেলা ২ টার দিকে তাকে প্রেরণ করা হয় শহীদ শামসুদ্দীন হাসপাতালে। সেখানে চিকিৎসা সেবা শুরুর পরই বেলা ৩টার দিকে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। প্রসঙ্গত, ডা: আব্দুর রহিম সিলেট ওসমানী মেডিকেল কলেজ (৬৮-৭০) ছাত্রলীগের সভাপতি ছিলেন।
প্রাক্তন সরকারী সার্জন, সিলেট সরকারী মেডিকেল কলেজ হাসপাতালদেশে প্রতিষ্টিত উপজেলা পরিষদ ব্যবস্থার পর প্রথমবারই (৮৫-৯০ইং পর্যন্ত) উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়া ৮৯ সালে ছাতক-দোয়ারা আসনে নৌকা প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা: আব্দুর রহিম। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা ও ৩ পূত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। গরীবের ডাক্তার হিসেবে তার সুনাম ছিল তার এলাকায়। তার মৃত্যুতে নেমেছে শোকর ছায়া।
Helpline - +88 01719305766