নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিএনপি নেতা মাসুক

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ সেপ্টে ২০২১ ০৯:০৯

সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এ আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন তিনি। মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকিকে আহবায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি।

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। কমিটির ঘোষণার পর গতকাল বুধবার রাত থেকে হুমায়ুন আহমেদ মাসুক এর বাসায় ফুল নিয়ে অভিনন্দন জানাতে ছুটে আসছেন নেতাকর্মীরা।

সিলেট মহানগরীর খাসদবীর ইউনিটের , যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান  নব-নির্বাচত সদস্য নির্বাচিত হওয়ায় হুমায়ুন আহমেদ মাসুক-কে।

এ সংক্রান্ত আরও সংবাদ