মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত:বুধবার, ২৯ সেপ্টে ২০২১ ০৫:০৯

সেলিম আহমেদ, সৌদি আরব:-  গতকাল মঙ্গলবার মক্কার স্থানীয় একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে পবিত্র মক্কায় আওয়ামী ফাউন্ডেশনের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবউল্লাহ সওদাগর।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদ।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ সভাপতি শমসের আলম, মক্কা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হাসান জসিম, মক্কা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী সহ মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উপদেষ্টা শাহজাহান সোলায়মান, উপদেষ্টা মিজানুর রহমান, মক্কা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইয়েদ সবুজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী বিল্লু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বেনী আমিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সহ সম্পাদক সলিম সিকদার, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সহ সম্পাদক আবদুর রশিদ, আইন বিষয়ক সহ সম্পাদক মোঃ আজাদ,আবদুল জলিল, মেহেদী হাসান, সেলিম সিকদার, বকুল মজুমদার, আমীর আলী, মাহবুব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসী।

অনুষ্ঠানে বক্তারা বলেন , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীকে তাঁর হাজার বছরের ইতিহাসে প্রথম স্বাধীন রাষ্ট্র প্রদান করেছেন, তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক সেই রাষ্ট্রটি আজ বিশ্বমান চিত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাঁরই শাসনকাল ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের শাসনকালের মতো আজ থেকে ৫০০ বছর পরেও বাঙালীর ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনার শাসনকালেই বাঙালী বিশ্বসভায় উন্নত মস্তকে দাঁড়াতে পেরেছে। সভা শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় , দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন

এ সংক্রান্ত আরও সংবাদ