মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের বাংলোর ফুল গাছ থেকে একটি বিষাক্ত নীল পিট ভাইপার সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সাপটি একটি কাঠ বিড়ালী ধরে খাওয়ার পর গলায় আটকে অসুস্থ হয়ে পড়ে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাপটিকে দেখতে পেয়ে বাগানের পরিচর্যাকারী (মালী) বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানান।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে সাপটিকে উদ্ধার করেন। স্বপন দেব সজল জানান, দুপুর বেলা ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর পরিচর্যাকারী মালীর মাধ্যমে খবর পেয়ে তিনি সাপটিকে উদ্ধার করতে যান। গিয়ে দেখেন সাপটি দুর্বল অবস্থায় পড়ে আছে, সজল দেব সাপটি দেখে বুঝতে পারেন বড় কোনো প্রাণী হয়ত সাপটি খেতে গিয়ে গলায় আটকে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সাপটির মুখ থেকে একটি কাট বিড়ালী বের করেন।
সজল দেব বলেন, সাপটি বড় একটি কাট বিড়ালীকে ধরে খেতে গিয়ে গিলতে না পারায় গলায় আটকে দূর্বল হয়ে পড়ে। তিনি সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
সজল দেব আরো জানান, নীল পিট ভাইপার বিষধর সাপ, এ জাতীয় সাপ বেঙ, ইদুর ও কাট বিড়ালী জাতীয় প্রাণী খাবার হিসেবে পছন্দ করে। উদ্ধার করা সাপটিকে আজ মঙ্গলবার বন বিভাগের সাথে আলোচনা করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।