শ্রীমঙ্গলে চা বাগানে ‘আইডিয়া’র ওয়াশ প্রোগ্রাম নিয়ে মতবিনিমিয় সভা

প্রকাশিত:সোমবার, ২৭ সেপ্টে ২০২১ ০৮:০৯

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বেসরকারী সংস্থা ‘আইডিয়া’র ওয়াশ প্রোগ্রাম নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাব হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। সভায় ‘আইডিয়া’র প্রজেক্ট ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার আইডিয়া’র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। এসময় আইডিয়ার কর্মকর্তারাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় পংকজ ঘোষ দস্তিদার বলেন, তারা ৩টি চা বাগান রাজঘাট, সাতগাঁওয়ের হুগলিছড়া ও কালিঘাট এর লাখাইছড়া বাগানের ১ হাজার ২০ জন স্কুল ছাত্রীদের ট্রেনিংসহ প্রতিজনে ১০টি ন্যাপকিন,ওয়াশ পাউডার, ১টি সাবান, ১টি মাস্ক, ১টি ঝুঁড়ি ও নগদ ৬শ টাকা করে দিচ্ছেন।

এছাড়াও এ কর্মসূচির পূর্বে আরও কয়েকটি চা বাগানে চা শ্রমিকদের খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও শতাধিক স্বাস্থ্য সম্মত স্যানিটারী ল্যাট্রিন স্থাপন,আর্সেনিক মুক্ত ও সুপেয় পানি সরবরাহে ডিপটিউবওয়েল স্থাপন,চা বাগানের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার,মেয়েদের মাসিকের সময় বেসিক ব্যবস্থার পরিবর্তে সুলভ মূল্যে স্যানিটারী প্যাড সরবরাহ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ