১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২৭ সেপ্টে ২০২১ ১০:০৯
সুরমাভিউ:- সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর তত্ত্বাবধানে প্রথম সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিলেট জেলা কারাতে খেলোয়াড়দের বাংলাদেশ কারাতে ফেডারেশন এর মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা ও ব্ল্যাক বেল্ট ড্যান গ্রেডিং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সিলেট নগরীর রিকাবী বাজারস্থ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ.জি.এস গোলাম জাবির চৌধুরী জাবু, প্রধান প্রশিক্ষক ও পরীক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় কোচ মো: মোয়াজ্জেম হোসেন, প্রশিক্ষক ও পরীক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য আফজাল ইসলাম, প্রশিক্ষক ও পরীক্ষক হিসেবে ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ মো: আব্দুল্লাহ আমিন মাসুদ, সম্বনয়কারী হিসেবে ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ইকবাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ রোটারী ক্লাবের ট্রেজারার রোটারিয়ান ইঞ্জিনিয়ার ছাইফুল ইসলাম চৌধুরী, সিলেট কারাতে স্কুলের প্রধান প্রশিক্ষক বেলাল হোসেন বুলবুল, শাহজালাল কারাতে ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক মো: ওয়াহিদ মিয়া, বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্ট একাডেমীর সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সৌমিক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সিলেট জেলা হতে ২২জন ছাত্র-ছাত্রী বাংলাদেশ কারাতে ফেডারেশন এর ব্ল্যাক বেল্ট ড্যান গ্রেডিং পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766