১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২৭ সেপ্টে ২০২১ ০৬:০৯
কানাইঘাট প্রতিনিধি:- কানাইঘাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হাজারো শিক্ষার্থী। জানা যায় উপজেলার সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সম্মূখে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রান্তন কয়েকজন ছাত্র সহ মোট ১০ জনকে আসামী করে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন দিঘীরপার ইউপির দর্পনগর পশ্চিম গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র রফিক উদ্দিন। এ মামলাটিকে মিথ্যা মামলা আখ্যায়িত করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা প্রতিবাদ করেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। তারা প্রথমে স্থানীয় সড়কের বাজারে দীর্ঘ মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে বাজারে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় মিলিত হন।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন ও সহকারী শিক্ষক বৃন্দ সহ প্রান্তন শিক্ষার্থীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যতায় তারা কঠোর আন্দোলনে যাবার হুমকী প্রদান করেন। জানা যায় স্থানীয় সড়কের বাজারে বিদ্যালয়ের সম্মুখে মাছুগ্রাম মৌজার ২২নং দাগে অবস্থিত পাশর্বর্তী দর্পনগর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র রফিক উদ্দিন ৪ শতক জমির মালিকানা দাবী করছেন।
এ নিয়ে বিরোধের জেরে রফিক উদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন ও সহকারী শিক্ষক সহ প্রান্তন কয়েকজন ছাত্র সহ মোট ১০ জনকে আসামী করে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং ২২/২১ ইং।
Helpline - +88 01719305766