বিসিবি পরিচালক নির্বাচিত হলেন শফিউল আলম নাদেল

প্রকাশিত:রবিবার, ২৬ সেপ্টে ২০২১ ০২:০৯

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল আবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছে। আগামি মাসের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্টিত হবে। তার আগেই অবশ্য বিসিবি পরিচালকের টিকিট পেয়ে গেছেন সিলেটের এই ক্রীড়া সংগঠক।

পরিচালক পদে সিলেট বিভাগের কোটায় শফিউল আলম চৌধুরী নাদেলের কোনো প্রতিদ্বন্দ্বি নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিসহ আরো ৬জন বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন। বিসিবির পরিচালনা পর্ষদের ২৩টি পদের বিপরীতে নির্বাচিত অনষ্টিত হবে ৬ অক্টোবর।

সিলেট বিভাগ থেকে নাদেল ছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান, চট্টগ্রাম চেলা থেকে আ.জ.ম নাসির উদ্দিন, যশোর জেলা থেকে কাজী ইনাম আহমেদ, খুলনা বিভাগ থেকে শেখ সোহেল, বরিশাল বিভাগ তেকে আলমগীর খান ও রংপুর বিভাগ থেকে আনোয়ারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাটাগরি একে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি একে ঢাকা ও রাজশাহী বিভাগে নির্বাচন অনুষ্টিত হবে। ঢাকা বিভাগে দুই পরিচালক পদে লড়াই করছেন চার প্রার্থী। তারা হলেন নারায়নগঞ্জ ডিএসএ’র তানভীর আহমেদ টিটু, মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয়, কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম ও মাদারীপুরের খালিদ হোসেন।

রাজশাহী বিভাগে এক পরিচালক পদের বিপরীতে লড়াই করছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি খালেদ মাসুদ পাইলট ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সাইফুল আলম স্বপ্ন চৌধুরী।

পরিচালক পদের ক্যাটাগরি দুইয়ে ১২টি পদের বিপরীতে ১৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিচালক পদে ক্যাটাগরি তিনের একটি পদের বিপরীতে লড়াই করছেন দু’জন। খালেদ মাহমুদ সুজনের প্রতিদ্বন্দ্বি নাজমুল আবেদিন ফাহিম।

বিভাগের কোটায় সাত পরিচালক ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ইতিমধ্যে আরো দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি।

এ সংক্রান্ত আরও সংবাদ