পবিত্র মক্কায় আওয়ামী ফাউন্ডেশনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৫ সেপ্টে ২০২১ ০৫:০৯

সেলিম আহমেদ, সৌদি আরব:-  মক্কা আওয়ামী ফাউন্ডেশন সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার এক সুপরিচিত সংগঠন। গতকাল শুক্রবার তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হল বহুল প্রত্যাশিত নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ মোসলেম উদ্দিন আহমেদ এমপি।

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাসেদুর রহমানের সঞ্চালনায় ও বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন জেদ্দা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফজলুল কবির বিকু।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহসভাপতি শমসের আলম, রফিকুল ইসলাম, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবউল্লাহ সওদাগর, আবু সাইয়েদ সবুজ, ইব্রাহিম হোসেন বিল্লু, মক্কা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হাসান জসিম, মক্কা আওয়ামী পরিষদের সহ-সভাপতি কায়ছার, আক্তার হোসেন, আবু সাইয়েদ, মক্কা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাসেম, মক্কা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ, আকবর চৌধুরী, জেদ্দা আওয়ামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন রতন, সাধারণ সম্পাদক ফজলুল কবির বিকু, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান ভুইয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ জেদ্দা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহব্বত আলী সেলিম সহ বিভিন্ন অঙ্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী এবং বিশিষ্ট রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বক্তব্য রাখেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উপদেষ্টা সোলেমান, মিজানুর রহমান বাঙালী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক বেনী আমিন, মোঃ নাছির, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম, মো ফোরকান, সলিম সিকদার, রহমতুল্লাহ, রিদওয়ানুল হক, জাফর আলম, আনোয়ারুল হক, আবদুর রহমান দুলাল, বেলাল উদ্দিন, সেলিম আহমেদ, মেহেদী হাসান, আজাদ, ইলিয়াস, সিরাজ, বকুল,আহমেদ, প্রমুখ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানানো হয় এবং সংবর্ধিত অতিথিকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়

এ সংক্রান্ত আরও সংবাদ