শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৫ সেপ্টে ২০২১ ০৮:০৯

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  আগামী ৭ অক্টোবর আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়ের নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রস্তুুতিতে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের আয়োজনে (২৫ সেপ্টেম্বর) শনিবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালিক আহমেদ ও পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক সহিদ হোসেন ইকবাল, মৌলভীবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক। এছাড়াও কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।

সভায় বক্তারা আগামী ৭ অক্টোবর নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ প্রার্থী ভানু লাল রায়কে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ