১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ২৫ সেপ্টে ২০২১ ০৯:০৯
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথে অষ্টম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শুক্রবার(২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মৃত ছাত্রীর নাম নোহা (১৬)। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাটপাড়া বাদে কাবিলপুর গ্রামের অটোরিকশা চালক আবদুল মানিকের মেয়ে এবং স্থানীয় তেলিকোনা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ফসলি জমির কীটনাশক পান করে সে।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে তার বিষপানের সঠিক কারণ জানতে পারেননি পরিবারের কেউ।
নোহার বাবা আবদুল মানিক সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে এসে জানতে পারি আমার মেয়ে নোহা কীটনাশক খেয়েছে। কেন সে এমনটি করেছে, তা আমরা কেউ বুঝে উঠতে পারছি না বলে তিনি জানান।
এ বিষয়ে কথা হলে পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Helpline - +88 01719305766