আলী মাহমুদ সিলেট কোতোয়ালি থানার নতুন ওসি

প্রকাশিত:শনিবার, ২৫ সেপ্টে ২০২১ ০৮:০৯

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আলী মাহমুদ। শনিবার (২৫ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ স্বাক্ষরিত এক আদেশে তিনি যোগদান করেন।

এর আগে মোহাম্মদ আলী মাহমুদ ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বদলির আদেশে গত ২২ সেপ্টেম্বর তাকে সিলেট কোতোয়ালি মডেল থানায় বদলি করা হয়।

এসএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ