মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলার নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ২৪ সেপ্টে ২০২১ ০৮:০৯

সুরমাভিউ:-  মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলার ২৩তম সাধারণ সভা শুক্রবার সকাল ১০টায় আম্বরখানাস্থ লেইছ সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ২০২১-২০২৩ সনের দুই বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।

মোট ১১টি পদের মধ্যে ৬টি পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকী শূন্যপদগুলো নির্বাচিত সদস্যগণ আলোচনা সাপেক্ষে মনোনীত করবেন।

নির্বাচিত প্রতিনিধিগণ হলেন, সভাপতি শাহ ছদরুল ইসলাম, সহ-সভাপতি কার্তিক পাল, সাধারণ সম্পাদক নাজিকুল ইসলাম ভূঁঞা (রানা), সহ-সাধারণ সম্পাদক রাজু দাস, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ জুবেল, অর্থ সম্পাদক মহেশ ঘোষ।

উক্ত নির্বাচিত সদস্যগণ আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট বিভাগ ইলেকট্রনিক্স টেকনিশিয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল ও অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সিলেটের সাংস্কৃতিক সংগঠক জনাব শেখ আব্দুর রহিম।

এর পূর্বে সকাল সাড়ে ১০টায় নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় এবং শাহ ছদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক মহেশ ঘোষ, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন নাজিকুল ইসলাম রানা এবং স্বাগত বক্তব্য রাখেন কুদ্দুস আহমদ।

সাধারণ সম্পাদকের রিপোর্ট এর উপর আলোচনা করেন আব্দুল হান্নান হৃদয়, দিলওয়ার হোসেন দিলদার, অলক কর। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিতে রিপোর্টে উপস্থাপিত সকল প্রস্তাবনা পাস হয়। এ

ছাড়াও সভার শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন হেলাল আহমদ এবং গীতা পাঠ করেন রাজু দাস।

এ সংক্রান্ত আরও সংবাদ