শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের সাথে ফিনলে টি কোম্পানির মতবিনিময় সভা
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ সেপ্টে ২০২১ ০৭:০৯
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ীদের সাথে স্বনামধন্য চা ফিনলে টি কোম্পানির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল পৌর শহরের স্টেশন রোডে একটি চায়নীজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা অনুষ্ঠানে মেসার্স ফাহিম এন্টার প্রাইজের সত্বাধিকারী মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানির জেনারেল ম্যানেজার (পিপিডি) এ কে এম মোরশেদ আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ফিনলে টি কোম্পানির রিজিওনাল ম্যানেজার রাশেদ হাসান চৌধুরী।
শ্রীমঙ্গল চা ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো.চেরাগ আলী, গ্রীন লিফ টি হাউসের পরিচালক দেবব্রত সেন চৌধুরী, গুপ্ত টি হাউসের টি হাউসের সত্বাধিকারী পীযুষ কান্তি দাস গুপ্ত, শাওন টি হাউসের পরিচালক জামাল আহমেদ, জসিম টি হাউসের জসিম আহমেদ, জাহের টি হাউসের জাহের আহমদ, মা মণি টি হাউসের রফিকুল ইসলাম কাউছার, রকিব টি হাউসের এম এ রকিব, ন্যাশনাল টি হাউসের পরিচালক মো.রমজান আলী, প্রাচীন টি আতিকুর রহমান আতিক।
এসময় উপস্থিত ছিলেন, ছালেক টি স্টোরের পরিচালক সোহেল আহমদ, ইকরা টি হাউসের সোহেল আহমদ ও চা ব্যবসায়ী সাইফুল ইসলাম, ফিনলে চা ডিপো ইনচার্জ সৈয়দ রিজভী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ফিনলে টি কোম্পানির চা বাগানে উৎপাদিত চায়ের মধ্যে গ্রীন টি, ব্লাক টি,শিনরাই জাপানিজ গ্রীন টি, ফিনলে মাসালা চাসহ বিভিন্ন প্রকারের চায়ের গুণগত মান বজায় থাকে সে বিষয়ে আলোচনা করেন।