১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২১ সেপ্টে ২০২১ ১০:০৯
সুরমা ভিউ ডেস্ক : স্বপ্ন ছিল ইউরোপ যাওয়ার। এরই সূত্র ধরে এগিয়ে যাচ্ছিলেন দেশ থেকে দেশে। কিন্তু স্বপ্নের ইউরোপ পৌছাতে পারলেও ফিরতে হল লাশ হয়ে।
ইউরোপের দেশ গ্রীসে যাওয়ার পথে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা সিলেট নগরীর দরগাহ মহল্লা বাসিন্দা,রেইনবো গ্রুপের আওতাধীন জাষ্ট অর্ডারের পরিচালক ও সাংবাদিক সলমান আহমদ চৌধুরীর বড় ভাই ইমরান আহমদ চৌধুরী (এবাদ) এর মরদেহ দেশে আসছে রবিবার।
জানা যায়, গত ১৮ জুলাই তুর্কী থেকে গ্রীসের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। যাত্রা পথে ১০ আগষ্ট অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে দুইদিন থাকার পর ১২ আগষ্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দূর্ভাগ্যবশত তাহার পরিচয় নিশ্চিত না হওয়ায় তার মৃত্যুর খবর পরিবারের কাছে আসতে প্রায় এক মাস সময় লাগে।
তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে তার ভাই যুক্তরাজ্য প্রবাসী কামরান আহমদ চৌধুরী গ্রীসে গিয়ে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেন।
আগামী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজের একটি বিমানে মরদেহে রওয়ানা হবে এবং রবিবার বিকাল ৫ ঘটিকায় হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবে।
পরদিন সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকায় মরদেহ তার বাসায় পৌছাবে। সেখান থেকে ৯ঃ৩০ মিনিটের সময় মরদেহ নিয়ে যাওয়া হবে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে। সকাল ১০ ঘটিকায় জানাযা অনুষ্ঠিত হবে
জানাযা শেষে হযরত শাহজালাল (রঃ) মসজিদের গোরস্থানে দাফন করা হবে।
ইমরানের বাবা মরহুম ইকবাল আহমদ চৌধুরী ছিলেন (অবঃ) কৃষি কর্মকর্তা। মৃত্যুকালে তিনি ২ ভাই এবং ২ বোন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানাধীন বাঘা গ্রামে।
Helpline - +88 01719305766