২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২০ সেপ্টে ২০২১ ০৯:০৯
সুরমাভিউ:- বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, সিলেটের ঐতিহ্যবাহী কাজিরবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির আল্লামা হাবিবুর রহমান (রাহ.)-এর সব ছোট ছেলে তায়েফ বিন হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকীব এডভোকেট।
সোমবার (২০ সেপ্টম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, তায়েফ বিন হাবিব দ্বীনের দাওয়াতের জন্য কাজ করেছেন। আমি তাহার বেদিহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মহান রাব্বুল আল আমিন তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তায়েফ বিন হাবিব রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যারাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Helpline - +88 01719305766