১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২০ সেপ্টে ২০২১ ১০:০৯
সুরমাভিউ:- গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত (১৯ সেপ্টেম্বর) গোলাপগঞ্জস্থ একটি অভিজাত রেস্টেুরেন্টে এই মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামনু আহমদ রিপনের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সালাউদ্দিন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম রুমেল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: শাহজান, বাছিতুর রহমান (বাছিত), নিজামুল কাদির লিমন, আবুল কালাম খোকন, এম.এ কাদির, মো: রাজু আহমদ, লুৎফুর রহমান, আশরাফুল মোবিন মাহফুজ, আব্দুল আজিজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (মুন্না), কামাল আহমদ, শাহ আলম, তমজিদ আলী, নুরজ্জামান জুবেল, রাজু আহমদ, জুয়েল আহমদ (দলা) প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম সদস্য মরহুম মাওলানা এডভোকেট রশিদ আহমদ এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। তাছাড়া উপজেলার আওতাধীন ১১টি ইউনিয়ন শাখা কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন আহমদ রিপন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন এর মাধম্যে যুবদলের মধ্যে থেকে উপ-কমিটি গঠনের মাধ্যমে আগামী ২ মাসের মধ্যে প্রত্যেকটি কমিটি গঠনের জন্য কাজ করার সিদ্বান্ত গৃহীত হয়। এবং পৌর যুবদলের ও প্রত্যেকটি ওয়ার্ড কমিটি আগামী ২ মাসের মধ্যে সম্পন্ন করার সিদ্বান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি সাংগঠনিক যে কোন কার্যক্রমের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Helpline - +88 01719305766