কমলগঞ্জে ছেলের হাতে পিতা খুন

প্রকাশিত:বুধবার, ১৫ সেপ্টে ২০২১ ১০:০৯

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের কমলগঞ্জে কামারছড়া চা বাগানে সিএনজিচালক ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। জানা গেছে, চা বাগানে সাপ্তাহিক ৯শত টাকা মজুরি নিয়ে চা শ্রমিক শনিছড়ি রবিদাস (৩৮) বাড়ি ফিরছিলেন। পথে তার মাতাল স্বামী শ্যামলাল রবিদাস (৪৫) তার কাছে কিছু টাকা দাবি করেন।

এ সময় শ্যামলাল রবিদাসকে ২শত টাকা দিলে তিনি আরও টাকা দাবি করেন। টাকা না দেয়ার কারণে সেই ২শত টাকা শ্যামলাল ছিঁড়ে ফেলেন।

এ নিয়ে শ্যামলাল ও তার ছেলে নন্দলালের সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে নন্দলাল লাঠি দিয়ে তার বাবাকে মাথায় আঘাত করেন। পরে তাকে শমশেরনগর চা বাগানের ক্যামিলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নন্দলাল রবিদাস পালিয়ে যান। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ