মৌলভীবাজারে পণ্যের দাম বেশী রাখায় হাটবাজার সুপার শপকে অর্থদন্ড
প্রকাশিত:বুধবার, ১৪ এপ্রি ২০২১ ০৪:০৪
মোঃ তাজুদুর রহমান:- পণ্যের গাঁয়ে মূল্য লেখা ছিলো ৪শত টাকা কিন্তু মূল্য পরিশোধ করার সময় ৪শত ২৫ টাকা নেয়া হয়। এমনি অভিযোগ এনে সৈয়দা উসামা শহরের বেরীর পাড় এলাকায় অবস্থিত হাটবাজার সুপার শপ এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি নিষ্পত্তির লক্ষে প্রধান কার্যালয় কর্তৃক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে প্রেরণ করা হয়। অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে ১৩ এপ্রিল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।
উক্ত শুনানীতে হাটবাজার সুপার শপ এর মালিক জাহেদুল করিম মনু উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে হাটবাজার সুপার শপকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ হাটবাজার সুপার শপের মালিক জাহেদুল করিম মনু তাৎক্ষণিক পরিশোধ করেন।সরকারী আইন অনুযায়ী অভিযোগকারী সৈয়দা উসামাকে জরিমানার ২৫ পার্সেন্ট ১ হাজার ৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমীন।