মৌলভীবাজারে কঠোর লকডাউন শুরু

প্রকাশিত:বুধবার, ১৪ এপ্রি ২০২১ ০৫:০৪

মোঃ তাজুদুর রহমান:-  করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে ‘কঠোর লকডাউন’ শুরু হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত জনগণকে চলাচলে বিধি-নিষেধ মানতে বাধ্য করতে মাঠে রয়েছেন সিভিল প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  ‘কঠোর লকডাউন’ কার্যকর করার জন্য পুলিশের তৎপরতা দেখা যায়।
মানুষের মাঝে কিছুটা সচেতনতা ফিরেছে এমন দৃশ্য ছিল সর্বত্র। সকাল থেকে শহরের প্রধান সড়ক অলি-গলিতে জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে খুব একটা বের হতে দেখা যায়নি। বিপনী বিতান, মার্কেট বন্ধ থাকলেও রমজান ও পহেলা বৈশাখের কারণে কাঁচা বাজারে অনেকটা ভীড় দেখা গেছে। তবে সেখানে ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরুত্ব খুব একটা ছিল না।

এ সংক্রান্ত আরও সংবাদ